সদানন্দ সিংহের কবিতা

আপেক্ষিক

সদানন্দ সিংহ

আমি জানি, আপনি বলবেন রাস্তা অনেক প্রকার
আপনি বলবেন জিরো থেকে হিরো হওয়া যায়
আপনি বলবেন পাপীদের কপালেই দুঃখের আস্তানা
আরো আরো কীসব বলে যাবেন কেবল ভাল ছাত্রের কাছে

এখন আমার দিন বয়ে যায়, কুটিরে রাত আসে
রাতের গুমোট হাওয়া শুরু হলেই
নিঃঝুম রাতের কান্না ভাসে, তখনই
দ্বিপ্রাহরিক দরবার শুরু হয়; সংশোধনী জমে ওঠে
টাওয়ারের মতো

বুঝে নেওয়ার সময় বলে ইদানীং রক্তমাংস আর হাড় আঁকি,
শিশির বিন্দুর খোঁজ করি
হারিয়ে যাওয়া আস্তানায় বারবার ঘুরি ফিরি

কোনো কাজই সহজ নয়, রাত দীর্ঘতর হয়

এখন দিনের আলোয়
কেউ কেউ লিখে যান, আপেক্ষিক সময়ে স্থির বলে কিছু নেই