অভিজিৎ চক্রবর্তীর কবিতা

অভিজিৎ চক্রবর্তীর কবিতা

সব শেষে

অভিজিৎ চক্রবর্তী

সব শেষে মণিকা মণিকর্ণিকা পার হয়ে যায়
এমন অত্যাশ্চর্য বিকেল, এমন বিস্মিত বিকেল বেলায় জনপদে
আম ঝরে পড়ে টুপ টাপ
সমস্ত শহরময় নিজঝুম আম ঝরে টুপটাপ
জ্যৈষ্ঠ মাস। সূর্য আর খাড়া থাকতে পারে না
কেবল টাওয়ার ধরে নেমে আসে
পৃথিবীর লীলাময় গোধূলির কাছে
ঢল ঢল রূপ তার
শরমে লালাভ কবির প্রতিভা
একাকী সিঁড়িটি শুধু উঠে যায় আকাশের শূন্যতায়
সেখানে কী নেই!
ঝুলন্ত আকাশ-ফল
ধোঁয়াচ্ছন্ন চান্দ্রপথ
ডানা খুলে উড়ালের অন্তহীন অবসর

সব শেষে মণিকা মণিকর্ণিকা পার হয়ে যায়
সমস্ত শহর ত্রস্ত ওড়াউড়ি করে বিষণ্ণ পালক

বসন্তকালীন

অভিজিৎ চক্রবর্তী

সময় তোমার প্রেমিকার মুখ
একদা যাহার সুউন্নত যৌবনচূড়ায় বিহার করেছ

শুধু একটি একটি কথা দ্বিধা থরথর
ভাবো কেমন তরল, আঙুল ছুঁয়েই ভস্ম হয়ে গেছ
ভাবো কেমন তরল, শুধু পালিয়ে পালিয়ে
এই ডাল থেকে ওই কার্নিশে তামাটে বিড়ালের মত অবিরাম ডেকে গেছ –

অথচ মগজ ছিল দুপুর বেলার সিঁড়ি
লক্ষ লক্ষ ফুট নেমে গেলে
সে কে? বহুজন্ম পার হয়ে আসা একাকী তপস্বী
কিন্তু অছিলা বসন্ত
দিওয়ানা করেছে বলে অভিযোগ

এইদিকে খাদে ফেলে গেছে কবে
জানে না কেউই
হাওয়া পড়ে এলে ঘণ্টাধ্বনি বেজে ওঠে জোরে
যত সঞ্চয় করেছো, জড়িয়েছো তত,
যাবার বেলায় সব আবেদন খারিজ হয়ে গেছে

স্মৃতিতে কেবল একটিই চিহ্ন আজ প্রতীকের মর্যাদা পেয়েছে
ফুল হয়ে ফুটে আছে অন্ধকারে