গর্বের দেশ
সমর চক্রবর্তী
ভেসে ভেসে এসে ঐ
পাহাড়ের চুড়ায় –
আশ্রয় নেওয়া এই মেঘ
একদিন দাবি করে,
গোটা পাহাড়টাই আমার!
আকাশ পাতাল জুড়ে
দাঁড়ানো ও নিবিড় পাহাড়,
আশ্রিতকে বিমুখ করে না।
টেনে নেয় কোলে।
দূরে উত্তাল সমুদ্র
শুধু হাসে আর হাসে!