আত্ম অনুসন্ধান – অজিতা চৌধুরী

আত্ম অনুসন্ধান

অজিতা চৌধুরী

চলমান সময়ের প্রভাব আচরণ কে গতিশীলকরতে পারে না, কিন্তু মননে তীব্র অভিঘাত যা নক্ষত্র বলয় থেকে দলছুট তারকার মতো। কবি হোন, বা লেখক হোন তাকে ও এই গতি তৎপর করে। অর্থাৎ লেখার বিষয়প্রকাশ ভঙ্গির রূপান্তর ঘটে। নিজের জগতের সঙ্গে বহমান সময়ের মেল বন্ধন হয়।
অতীতের সঙ্গে বর্তমানের লড়াই কবি লেখক কে পরিণত করে। এই প্রক্রিয়া সচল থাকলে সৃষ্টি কখনো হারিয়ে যায়না।
মননে তীব্র অভিঘাত সৃষ্টি করে।