১৪ই ফেব্রুয়ারি – শুভাশিস চৌধুরী

১৪ই ফেব্রুয়ারি             (অণুগল্প)

শুভাশিস চৌধুরী

— ওমা! এ কী তুমি?
— চিনতে পেরেছো তাহলে।
— কোথায় যাবে?
— কোলকাতা।
— তুমি?
— দিল্লি।
— শুনেছি, অনেক বড় চাকরি কর।
— তুমি সংসার করছো?
— এ ছাড়া কী করব?
— তা ছেলে মেয়ে?
— একটাই ছেলে।
— গান করে?
— না। সফটওয়্যার।
— এ দেশেই?
— না। কোরিয়ায়।
— আর নিখিলেশ?
— আছে। নিজের মতোই।
— তোমার গান?
— গাই। একলা ঘরে।
— নিখিলেশ শোনে?
— না। অফিস নিয়েই থাকে।
— তুমি আর কিছু জানতে চাও না?
— না।
— তোমারও ইন্ডিগো?
— হ্য।
— এটাই?
— হ্যাঁ।
— কানেক্টিং?
— হ্যাঁ।
— সিট নম্বর?
— 14b।
— তোমার?
— 29b।
— আজ ১৪ই ফেব্রুয়ারি।

এরপর একদম চুপ। পঞ্চাশোর্ধ্ব দুজন একই বিমানযাত্রী। হয়তো কোনো এক অচিন পথের।