সংকীর্ণতার ঊর্ধ্বে – শুভেশ চৌধুরী

সংকীর্ণতার ঊর্ধ্বে

শুভেশ চৌধুরী

সংকীর্ণ এক মানসিকতা থেকে মুক্তির এক চেষ্টা আমার ছিল আজও আছে। আজও যখন মনে কোন কিছুকে সমমর্যাদায় অধিষ্ঠিত করতে পারি না তখনই মনের ভেতর থেকে পাপ পাপ বলে ডেকে ওঠে বিবেক

আমি জানি প্রত্যেকেই নিজের অবস্থান টিকে ঠিক রেখে চলা ফেরা করেন যেমন একজন গোলকিপার কে নিজস্ব গোল পোস্ট টিকে রক্ষা করতে হয় ও এর বাইরে কথা বলতে গেলে সে হবে আমার মিথ্যাচার

তাই বলে কি ভিন্নতা কে গলায় জড়িয়ে ধরবো না ইহা যেন না হয় প্রভু

নিজের মানুষ কি আঘাত করতে পারেন না পারেন তার প্রমাণ আছে ভুরি ভুরি যীশু খ্রীষ্ট থেকে জুলিয়াস সিজার সবাই আপনজন থেকেই আঘাত পেয়েছেন

এতটুকু বলে বা এইই আমার আত্মকথন তবু মানুষকেই ভালোবেসে যেতে হবে