যশোধরা রায়চৌধুরীর কবিতা

দাম্পত্য পর্যায়

যশোধরা রায়চৌধুরী


হঠাৎ রাগের ফেটে পড়া।

সারাদিন কেটেছে সুসার
সারাদিন ধন্য হয়ে আছি
সারাদিন কর্মময় খুব
কত কত সূর্যালোক স্নাত
জলের ছলচ্ছল ঢেউ নেওয়া সুরেলা ভাবনা

শয়নকক্ষের মায়া, সাদা বিছানার মায়া জাগে
সুস্নাত পায়ের কাছে রাখা আছে সুন্দর পাদুকা
মনে হয় জীবন সুস্বাদু এক পানপাত্র যেন

হঠাৎ রাগের ফেটে পড়া
দাম্পত্যে হঠাৎ বিকট এক অযাচিত অমঙ্গল যেন
লালচোখ বিগ্রহ বিশাল উঠে আসে
শয্যাসুখ ফুঁড়ে

দৈত্যাকার রাগের ঝলসে
জীবন অধন্য হয়, জীবন বিপর্যস্ত হয়
তাসের ঘরের মত খসে পড়ে কুড়ি বা পঁচিশ বছরের

সহ্য, সেবা, শান্ত দিনপাত।
হালকা আর ধীর অবহেলা।

তারপর কান্নাহীন শুকনো বাঁজা চোখে
ঠিকরে পড়ে অভিশাপ, শয়ন অসহ্য হয়ে যায়

তারপর মধ্যরাতে দম্পতির পুনরায় কাছাকাছি আসা
বুকে মাথা রাখা আর সামান্য ক্রন্দনে

গঙ্গাজলে যেন ফের শুদ্ধ হয় সব
জীবনের এই এক অসহ্য ভঙ্গুর
এবং সবচেয়ে গাঢ় ভুলময় দৃঢ় অট্টালিকা