বাংলার গর্ব ডাঃ বিধানচন্দ্র রায় – সুদীপ ঘোষাল
বাংলার গর্ব ডাঃ বিধানচন্দ্র রায় সুদীপ ঘোষাল তিনি এমন একজন চিকিৎসক ছিলেন যিনি পর্দার আড়ালে রোগীকে দেখেও রোগ নির্ণয় করে ফেলতে পারতেন। কথিত আছে, একবার একটি স্থূলকায় লোক ডাক্তারবাবুকে বার বার এসে রোগের ফিরিস্তি দিয়ে কাঁদুনি গাইতেন। ডাক্তারবাবু বললেন, তোমার ক্যান্সার হয়েছে। ওষুধ খাও, আবার ছয়মাস পরে এসে দেখা করো। দেখা গেল ছয়মাস পরে অই স্থূলকায় লোকটি রোগা হয়ে গেছে বাঁশের কঞ্চির মত, প্রচণ্ড টেনশনে। তারপর ডাক্তারবাবু তাকে বললেন, তুমি সম্পূর্ণ সুস্থ। তোমার এখন কোন রোগ নেই। লোকটি খুশিমনে…