নিপা ভাইরাস নিয়ে – সদানন্দ সিংহ
নিপা ভাইরাস নিয়ে সদানন্দ সিংহ করোনার তো নতুন সংস্করণ তো একটার পর একটা বেরিয়েই চলেছে । তার ওপর এ্খন বিষফোঁড়ার দরজায় নাড়া দিয়ে চলেছে নিপা ভাইরাস। আমাদের দেশে করোনা শুরু হয়েছিল কেরালায়। এখন নিপা ভাইরাসের সংক্রমণে কেরালাতেই প্রথম মৃত্যু ঘটল। দু’জনের মৃত্যু এবং আরো কিছু সংক্রমণের পর কেরালায় কদিন আগেই কোঝিকোড় জেলার ৭টি গ্রাম পঞ্চায়েতকে ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়েছিল, সঙ্গে কিছু স্কুল এবং সংক্রমিত এলাকার কিছু কিছু অফিস-কাছারিও। কেরালার কোঝিকোড়ে ‘নিপা’ ভাইরাসে সংক্রমিত হয়ে…