বিড়ালছানা – সন্তোষ উৎসুক
বিড়ালছানা (ছোটোদের গল্প) সন্তোষ উৎসুক একদিন সকালে আন্নু তার বাড়ির ছাদে হাঁটছিল। গতকাল রাতে হালকা বৃষ্টি হয়েছে। এখন আবহাওয়া পরিষ্কার ছিল এবং সূর্য বেরিয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল ছাদের কোণে পড়ে থাকা শিশু পশুটির দিকে। শিশুটি নড়ছিল না। সে ভেবেছিল, বানরটি হয়তো মৃত শিশুটিকে সেখানে ফেলে দিয়েছে। সে ডাকতে লাগলো, আম্মু আম্মু, দেখ ওখানে কোনো পশুর বাচ্চা পড়ে আছে। মা নিচে রান্নাঘরে সবজি রান্না করছিলেন, তিনি উঠে এসে দুজনেই বারান্দার কোণে চলে গেলেন। একটি ছোট বিড়ালছানা…