ডিজিটাল কয়েন – সদানন্দ সিংহ
ডিজিটাল কয়েন সদানন্দ সিংহ ক্রিপ্টোকারেন্সি কি, ডিজিটাল কয়েন কি – এইসব প্রশ্ন যখন সামনে আসে তখন পাশাপাশি আরেকটা প্রশ্ন এসে পড়ে, সেটা হল বিটকয়েন কি। কারণ বিটকয়েনের নাম এখন বেশির ভাগ লোকই জানে, কিন্তু সেটা কি এবং কীভাবে সেটা কাজ করে – এটা অনেকেই জানেন না। সোজা কথায় বলা যায়, ক্রিপ্টোকারেন্সি হল এক বেসরকারিভাবে উদ্ভূত ডিজিটাল ভার্চুয়াল মুদ্রা কিংবা মুদ্রার মতন সম্পদ যা কম্পিউটারের নেটওয়ার্কের সাহায্যে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং এক ব্যক্তির একাউন্ট থেকে আরেক ব্যক্তির একাউন্টে…