নামকরণের ফ্যাসাদ – সদানন্দ সিংহ
নামকরণের ফ্যাসাদ সদানন্দ সিংহ শনিবার স্কুল থেকে বাড়ি ফিরে বইগুলি টেবিলে রাখতে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম আমার কবিতা লেখার চার নম্বরি খাতাটা হাট করে খোলা অবস্থায় টেবিলের ওপর পড়ে রয়েছে। খাতার ওপরে গুটিগুটি অক্ষরে লেখা রয়েছে – হাবু, তাড়াতাড়ি হারু ঠাকুরের বাগানে চলে আয়। বিরাট ভোজনের ব্যাপার … লেখাটা দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। আমার গোপন কবিতা লেখার খাতার ওপরে কোন্ রাস্কেলটা এগুলি লিখে গেল! চেঁচিয়ে মাকে ডাকলাম, মা, মা, কে আমার ঘরে ঢুকেছিল? মা বললেন, কে আবার। জটু…