বলাই দে’র ছড়া
তুলে মূলে বিনাশ বলাই দে “কামের নামে ঠন ঠনাঠন আকামের দোকানদারি”, হাওয়ায় চলে আলোচনা হাওয়ায় হাওয়ায় দেয় পাড়ি। উড়ে বেড়ান ঘুরে বেড়ান তরঙ্গেতে ছড়ান বাণী, ভক্তকূল মাতেন তাতেন কাড়াকাড়ি টানাটানি! জ্ঞানের প্রতীক ধ্যানের প্রতীক মানুষ হারায় স্রোতধারায়, পিছন দিকে ছুটছে ঘোড়া কিসের ভয়ে কিসের তাড়ায়? অন্নদাতা পায় না খেতে হাতড়ে মরে অন্ধকারে, জোড়াতাপ্পি চলছে না আর কোনোমতেই ছেঁড়া তারে। আশার ফানুস ফাঁসলো জবর বিনাশ হলো তুলেমূলে, ভালো রাখার ভালো থাকার বাঁধন খানি গেল খুলে। জীবন যাপন কঠিন কঠোর কোথায়…









