কবিতা ও কিছু কথা – সুদীপ ঘোষাল
কবিতা ও কিছু কথা (প্রবন্ধ-নিবন্ধ) সুদীপ ঘোষাল কবিতা ছড়িয়ে আছে জীবনে, প্রকৃতির মাঝে। তবে সবসময় সে ধরা দেয় না। প্রত্যেকের অন্তরে জাগ্রত একজন, সদা কথা বলে নিজের সঙ্গে। তার জন্য আবেগ আর, সাধনার প্রয়োজন। কবিতালেখক, লিখতেই পারেন কিন্তু কবিতা হল কি না পাঠক বলবেন। প্রেম করা যায় না, হয়ে যায়। একজন কবির মনে প্রশ্ন জাগতেই পারে, মনের ভিতর ভীষণভাবে অনুরণনশীল বস্তুর বহিঃপ্রকাশ কবিতা লেখায় সমৃদ্ধ হচ্ছে কী? লেখার সময়ে সচেতন ভাবে লেখনীর মধ্যে কবিতার ভাব অনুভব করি না!…