বলাই দে’র ছড়া
একটি পরামর্শ বলাই দে ভবিষ্যতের স্বপ্ন দেখো বর্তমানকে ছেড়ে, তবেই না থাকবে বেঁচে, বাঁচবে তেড়ে তেড়ে। নিজের ভালো, দেশের ভালো, বর্তমানকে ভুলে, ভবিষ্যতের ভবিষ্যতে থাকো ঝুলে ঝুলে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো খুব, বর্তমান তো যায় না দেখা ভবিষ্যতেই ডুব। হোক না ফিকে বর্তমানটা সাদা কাগজ যেন, বর্তমানের ভাবনা নিয়ে কষ্ট পাওয়া কেন? যেমন আছে তেমনি থাকুক বর্তমানের গতি, বেশি বেশি ভাব ভাবনায় ভবিষ্যতের ক্ষতি। আছো তো বেশ বর্তমানে, নাচো, নাচো, নাচো, কালের স্রোতে আজটা যাবে ভবিষ্যতেই বাঁচো।…