
নীরবতা খিড়কি ভেঙে
গুলশন ঘোষ
শহরের বুকে ল্যাবে বসে ভাবি রোজ
উদ্বেগ চিন্তায় উড়েছে ঘুম
তপ্ত বালির বুকে জাগছে দেখে সবুজের নেশা।
প্রকৃতির দামাল খোকা জয়সালমিরের লীলা
কিংবা দেখে, নীল উদর ডানা মেলছে ক্রমাগত—
বাস্তুতন্ত্র ঢের বুঝেও
নিজেদের দিচ্ছি ধোঁকা।
তবুও নামিনি পথে
মেগা সিটি দিল্লি-মুম্বাই-কলকাতা
যখন সবুজ কেড়ে
ঢেকেছে কংক্রিটে।
ঢের হয়েছে— অক্ষরের যুদ্ধ
চলো এবার রাস্তায় নামি
নীরবতার জঠর ছিঁড়ে সবুজের উড়ানে।