
শীত শীত লেখা
কিশলয় গুপ্ত
শরীর জুড়ে মন খারাপ
স্মৃতির পাতায় খুচরো পাপ
আর ওদিকে শব্দ দানব
দাপিয়ে হাঁটে। কী লাফ ঝাঁপ!
মনের কোঠায় অন্য গান
হাতের রেখায় বন্য টান
পর্ণমোচী ফাঁদ পেতেছে
বলছে “আরও ঠান্ডা আন”
পায়ের কাছে পথ বাঁকা
বাঁক পেরোতেই সব ফাঁকা
দু’চোখ খোঁজে ক্যানভাস কই
কোন্ তুলিতে সুখ আঁকা।
বুকের ভিতর অনেক চাপ
ক্ষণেক দুখে হালকা ছাপ
অন্ত্যমিলের আঙুল জানে
শরীর জুড়ে মন খারাপ।