আবদুল হকের কবিতা

আবদুল হকের কবিতা

দ্রোহ

আবদুল হক

অনবরত ছুটতে থাকা দ্রোহের নামতা পড়া রাস্তায়
মুখ থুবড়ে পড়ে চেতনা।
অহর্নিশ রাত্রি জাগা ভোর সভ্যতার শেষ পারদ ভুলে
চেপে ধরে কণ্ঠনালী।
ওখানে শকুনের দল অপেক্ষায় বিরাট ভোজসভার।
চেতনার উনুনে জ্বলতে থাকে মানবতার দেহাবশেষ।
শুদ্ধ প্রেম আজ পরিণত
পাশবিকতা আর পাপাচারের ঘনঘটায়।
অবিরল অভিসম্পাত করতে থাকা আত্মা
চিৎকার করে ওঠে শেষ বিদায়ের।

আপশোশ নরকের দরজাগুলো সব হাট করে খুলে রাখা ।


দিবাস্বপ্ন

আবদুল হক

দূর পৃথিবীর কোন এক অন্ধকারে
আমাদের মানবিক প্রেম হোঁচট খায়
সময়ের আস্তাকুড়ে।
বুঝে নিয়ে শৈশবের বেদন
তড়পাতে থাকে ব্যর্থ আক্রোশে।
প্রতিবাদ কিংবা অভিশাপ
চূড়ান্ত প্রান্ত বদল করা বাতাসের ফেনা
শোক যারে করেছিল ফালাফালা।
বিধ্বংসী কোন এক আত্মরতি
নির্বাণ প্রার্থনায় নেমে এসেছিল
মাটির পৃথিবীতে।

ঘুম নয়, দিবাস্বপ্ন শুধু।