রাহুল শীলের কবিতা

রাহুল শীলের কবিতা

সংস্রব

রাহুল শীল

কয়েক পা ফেলার পর
নদীর কাছে যাওয়া যায়,
তীরে বসা যায় মায়ের পাশের মতো।

নদীর পা নেই
তাই আমাদেরই যেতে হয়
কিন্তু
পা থেকেও যারা ভুলে গেছে মায়ের সংস্রব,
তারা কি জানে
নদীই মা, নদীই মূলস্বীকৃতি !


দাগ

রাহুল শীল

সামনে ঘন অন্ধকার
শ্মশানের কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে !
তুমি হারিয়ে যাচ্ছো, আমিও হারিয়ে যাচ্ছি
অথচ কেউ জানিনি
এই হারিয়ে যাওয়ার পর কী হবে।

এভাবে অনেকেই অদৃশ্য হতে হতে
হঠাৎ একদিন ফিরে আসে,
সেদিন চেহারায় থাকে
পৌরুষের অতিমাত্রা,
ঠোঁটে মিশে থাকে হিংস্র উচ্চারণের দাগ !
এর নাম কেউ বলে কবিস্মৃতি অথবা
গভীরতর সম্পাতের শিকার যন্ত্রণা।