সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

প্রেমহীন

সন্দানন্দ সিংহ

জলপরির দেশে এক যুবক পথ হারাল
অসীম বনের মেধা বলে আর কিছুই রইল না
চলে গেল এক গোলকধাঁধা থেকে আরেক গোলকধাঁধায়

সুপ্ত মাস, কাকতীর্থ – সব হিজিবিজি

তবুও

কৈশোরিক চপলতার শেষে
বৃক্ষের মূল ধীরে ধীরে আরো গাঢ় হল।