আধুনিক গাধার গল্প – ডঃ সুরেশ কুমার মিশ্র
আধুনিক গাধার গল্প ডঃ সুরেশ কুমার মিশ্র একটি গ্রামে একটি সাধারণ গাধা থাকত, যার নাম ছিল গধেরাম। গধেরাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী, দিনরাত কাজ করতেন তার প্রভুর ক্ষেতে। গ্রামের লোকেরা তাকে সম্মানের চোখে দেখত, কারণ তিনি কখনো কারো কাছে অভিযোগ করেননি এবং সর্বদা তার কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু পরিশ্রম ও সততার সময় কি সত্যিই কেটে গেছে? একদিন, গধেরামের মালিক ভাবলেন, “কেন গধেরামকে শহরে নিয়ে গিয়ে সেখানে ব্যবহার করা যাবে না?” মনিবের এই কথা শুনে গধেরাম খুব উত্তেজিত হয়ে উঠল। তিনি…