বিসর্জন
সদানন্দ সিংহ
আজকাল আমি রাত্রির কথাই আগে ভাবি
দিনরাত্রি উল্টে যায়; হয় রাত্রিদিন
বিষণ্ণতায় মিশে যায় এক রক্তপলাশ ঘ্রাণ
সুষুম্নাকাণ্ডে এক অকূলপাথার
হিমেল শীত, বৈশাখী ঝড়, কাঠ-ফাটা রোদ্দুর, জুম্মা-চুম্মা, সফেন সমুদ্র…
তারপর ? তারপর ?
তারপরও আছে এক তারপর
সেখানে শুয়ে থাকে এক ক্রীতদাস
এক কাক-ডাকা ভোর; আর সূর্যের প্রতীক্ষায়
সেখানেই হোক আমার আহত রক্তের এক বিসর্জন