নতজানু
দেবাশিস কোনার
ওরা বলছে পুরু তুই। সম্রাট যদিও
পরাক্রমে পারবি না। ভেঙ্গে যাবি
শুধু শুধু গোঁয়ার্তুমি করে নতজানু
কেন থাকবি? তার থেকে বদলে যা!
বদলাতে হিম্মত লাগেনা। সাহস?
তারও দরকার নেই তিল মাত্র।
হেসে, হাত কচলিয়ে গদ গদ হলেই
হতে পারবি স্বপক্ষের কাণ্ডারী।
কিছুতেই যারা নিজেকে বদলাতে পারে না
তারা কি পরিবেশের সাথে মানিয়ে নেয়?
নতজানু হতে না পারার যন্ত্রণা ঘিরে চমক
জিতেছি না হেরেছি বলবে সময়!
আমি এখন যুদ্ধ জাহাজে ভাসমান সৈনিক
আমার দিকে তাক করে আছে অসংখ্য ঘাতক
দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার তবু
আমি হারাবার ভয় পাইনি এখনো।