হিসিরাম শর্মা
সদানন্দ সিংহ
রাস্তাঘাটে
পথে কিংবা গাছতলাতে
হিসি করে বেড়ান যিনি
হিসিরাম শর্মা তিনি।
কেউ কিছু বললে
দু’কথা শোনালে
চেন খোলা রেখেই তিনি
জবাবটা দেন ইনি।
বলেন, ভাই বন্ধুগণ
প্রাকৃতিক চাপ সে
কারুর নাই হাত যে
মোর দোষ নেই যে।
নাঙ্গা লোকের বাড়াবাড়িতে
কেটে পড়েন সবাই ঝুঁকে
ভাবি, লজ্জা নামের হাতুড়ি এনে
তার মাথায় দিই ঠুকে।