
দৈনন্দিন
শুভেশ চৌধুরী
দৈনন্দিন জীবনে যখন আমরা এক সাথে
কয়েকজন হই
আমরা আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের রাজনীতি ও অর্থনীতি
এইসব নিয়ে কথা বলি।
অনেকে নিমন্ত্রণ পাওয়া ও দেওয়ার উল্লেখ করেন
বর কনে সংবাদও আদান প্রদান হয়
আর বিশেষ করে সুস্থতা অসুস্থতার খবরও দেয়ানেয়া হয়
বিনয়
শুভেশ চৌধুরী
বিনয় থাকা ভালো না খারাপ এই
নিয়ে বিবাদ বাঁধলে
আমি বিনয়-এর পক্ষে যাই
ও অহংকার ত্যাগ করে পাগল পর্যন্ত হই
এতোটুকু বিনয় প্রদর্শন করার পরও দেখি
ফিরে আসে চাকা আমার জীবনে