সদানন্দ সিংহের ছড়া

সদানন্দ সিংহের ছড়া

সূর্যকান্ত

সদানন্দ সিংহ

ইয়া বড়ো পেশি তুলে
গোঁফে দিয়ে তা,
সূর্যগ্রহণ দেখতে গিয়ে
অন্ধ হলেন আজ,
সূর্যকান্ত ঝাঁ।

অন্ধ হয়ে কাঁদে এখন,
গোঁফ চোখ একাকার।
দিনের ছবি
মনে ভাসে, দিগন্ত আজ
সীমাহীন অন্ধকার।

মা কাঁদে বৌ কাঁদে;
তবে আশায় পুত্র-কন্যা,
শেষ চিকিৎসা
চোখের ডাক্তার, চলো এবার,
আশা ষোল আনা।