হতাশ
শুভেশ চৌধুরী
হতাশ লোকটি তাহার পরিচিতগণের ফোন নম্বর
হারাইয়া ফেলিলো
খড়কুটোর মতো একটি নম্বর ছিল
তাহা দিয়ে সে আরো আরো বন্ধুদের
ভাইবোনদের যুক্ত করে নিল।
একটি সূর্য যেমন হাজার সূর্যের আলোর সম্ভাবনার কথা বলে
হতাশ লোকটি হাসতে থাকে হাসতে থাকে
আর, ফোন নম্বর যুক্ত করে যায়
এখন
শুভেশ চৌধুরী
এখন পড়ে যাচ্ছে বিকেলটি
হেমন্তের
পাখিরাও বিষণ্ণ এখন
নীড় থেকে বেরুনো আর নীড় এ ফেরা
এই সময় এতো সংক্ষিপ্ত
চুপ চাপ দেখে পাতা ঝরে
খবর পেয়ে যায় নশ্বরতার
আর আদি দৈবিক পাঠ পড়ে
বসন্তের
সম্পদ
শুভেশ চৌধুরী
বুদ্ধি বিদ্যা স্বাস্থ্য সময় এই সব হলো বড় সম্পদ
কাজ করতে করতে দেখি বয়স একটি ফ্যাক্টর
ফ্যাক্টর অব কাজ
বারো আর সত্তর এ একটি প্রভেদ আছে।
আশ্চর্য
দেখি অভিজ্ঞতা ফসল ঘরে তুলে আনে