দেবীর মুখ
শুভেশ চৌধুরী
দেবীর মুখ থেকে সত্য বেরুচ্ছে
অসুর তাকে নিশ্চিহ্ন করতে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে
দেবী আমাদের গাঁয়ের মলিনা
জানেন ঝাটা হাতে তিনি এই সব যুদ্ধের আবর্জনা দূর করতে পারেন
অপূর্ব
শুভেশ চৌধুরী
অপূর্ব ক লিখলেও অপূর্ব। খ লিখলেও।
অপূর্ব জানেন নামে মানুষে একই পরিণত হতে চাই সারাজীবন।
রোজকার পরিশ্রম তার এই অপূর্ব হওয়ার