কিশলয় গুপ্তের কবিতা

কিশলয় গুপ্তের কবিতা

জীবনযাপন খেলি

কিশলয় গুপ্ত

সুখটাকে সমর্পণ শব্দে রেখেছি হাতে হাতে।
এইমত গুজরান টেনে আমিও একদিন
অতীতের সঙ্গে মিশে যাব ভেবে হাসি।

কার কাছে কত কষ্ট আছে নিয়ে আসা হোক।

এই দেখো পেতেছি দুই হাত, হাতের উপর
পাঁজর সর্বস্ব বুকে অনন্ত স্বপ্নের ঝড়;
ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে ইহকাল পরকাল
তারপর যবনিকা হাতে আসুক কেউ।

এত যে হাহাকার ভরা “চাই, চাই” গান
এত যে বেসুরো বাজা ভাঙা বেহালার প্রেম
একমুঠো মাটি কিনতে পারে তেমন রাজা কই!

কোটি লোকের ভিড়ে তেমন একটা মানুষ
পেয়ে গেলে গলার পৈতে খুলে অনাচারী হবো।

কার কাছে কত কষ্ট আছে নিয়ে আসা হোক।