কিশলয় গুপ্তের কবিতা

কিশলয় গুপ্তের কবিতা

প্রেমিক

কিশলয় গুপ্ত

ছেলেবেলায় কে যেন শিখিয়েছেন —
আকাশ মানে মহাশূন্য।
সুতরাং বৃষ্টি আমাকে পোড়ায় না।

শুধু তোমার কথা মনে পড়লে —
আগুন আমাকে ভিজিয়ে যায়।

আমি তবুও আকাশ মানতে শিখিনি।


ভীতু

কিশলয় গুপ্ত

আপনি আমাকে ভীতু বলতেই পারেন।

তবে মনে রাখবেন — কানাকে কানা,
খোঁড়াকে খোঁড়া বলতে নেই গণতন্ত্রে।

গোটা মানচিত্র আঙুল তুলবে,
বলবে আপনি চোর, আপনি চোর এবং…

ঘুম ভাঙলে নিজেই বলবেন “আমি তোর”

একবার ভীতু বলে দেখবেন নাকি?