ব্রতীন বসুর কবিতা

নিয়ে চলা, না নিয়ে চলা

ব্রতীন বসু

সারা জীবনে অনেক কিছু ফেলে রেখে এসেছি।
কখনো পছন্দের মানুষটাকে, কখনো প্রিয় স্বপ্ন
যে গাছের গুঁড়িটাকে উইকেট করে ক্রিকেট খেলেছি ছোটবেলায় তাকে,
খেলার ব্যাট, বল, বন্ধু কোথায় যে রেখে এসেছি।
যা এক সময় মনে হত প্রচণ্ড কাছের
যখন নিয়ে চলার সময় হল, ফেলেই এলাম।
আর যা ছিল নিজের মত, ভাবতাম না তাকে নিয়ে অত সাথেই রাখলাম, যদি ভাবি কখনও।
জীবন যেন জানালা বন্ধ ঘরের মাটিতে পরে থাকা ধুলো কখনো কোন বিধাতা ঝি আসে পাখা চালিয়ে জানালা খুলে পাঁচ মিনিট,
তারপর চলে যায় অন্য ঠিকে কাজে।