সমর চক্রবর্তীর কবিতা

একাকিত্ব

সমর চক্রবর্তী

নিজের রক্তের রঙের সাথে
তুলনা করেছি পলাশের শিমুলেরত।
পূ্ঁজের সাথে বর্জিত ঘৃণ্য পীত।
রক্ত দিয়েই আমি বিচার করি —
পরাজয় মানে নিষিদ্ধ সোঁতধারা,
আগুনের শিখায় নাচে জিৎ।