যেসব কবিতায় লাইক কমেন্ট কম
তনিমা হাজরা
প্যালা দিয়ে পালা বেঁধে
বেঁচে থাকা শেষ,
এবার নিজের মতন
নিঃশব্দে নিঃশ্বাস নেবার সময়।
যা কিছু অতিরিক্ত, মেকি,
যা কিছু বলদের মতো জোয়াল যাতনা,
সব ছেড়ে ধাপ কেটে সহজ জুমচাষ।।
একরত্তি ঘর, একখণ্ড লাজুক কাপড়,
একফালি অখণ্ড পরিসর,
একহারী ক্ষুন্নিবারণ,
একাকী একার মতন ছন্দে নিভৃত যাপন,
না অযাচিত প্রশ্ন,
না অবান্তর উত্তর ,
এ বানপ্রস্থে,
“অনধিকার প্রবেশ দণ্ডনীয়
অপরাধ “।।