ডাকাতিয়া নদী
রহিত ঘোষাল
স্থির হয়ে আছে বাস্তবতারা নিকষ আঁধারে,
উচ্ছল ডাকবক্সে বৃষ্টিস্নাত গহীন ঘুম,
হাতছানি কারশেডের শেষ ট্রেনে,
অজানা ওড়াওড়ি কুয়াশা কামিনী,
মড় মড় শব্দ নিষ্পাপ বাতাসে
ভাল্লাগেনা ছটফটানি নির্বাচনে।
জেলেজীবন আঁকে ডাকাতিয়া নদী
গন্তব্য থাক কার্বনমুক্ত।
সময় ও সাধনা
রহিত ঘোষাল
প্রত্যেকটা প্রসঙ্গ কষ্ট লাঘব করার নয়,
যে বৃদ্ধ শীতের মধ্যে একটি কম্বল জড়িয়ে বসে আছে,
যে এখন চায় ঈশ্বর তাকে তুলে নিক,
তাকে কিছু চুমকি, রঙিন চকচকে কাগজ, ভরা যৌবনের উদ্দীপনা দিলে কি সে একই কথা বলবে,
যে অতিমানব রায় ঘোষণা করে তার উপর আস্থা
আছে এমন ভোগবিলাসী মানুষ ত্রিকোণ উপত্যকায়
পেয়েছেন যে পাথরফলক তার উপর ন্যায়বিচারের বিধান
বজ্র বিদ্যুৎ দিয়ে এঁকে দেন সেই একই বৃদ্ধ,
এখানে লেখা আছে নির্দয়ভাবে
পাহাড়কে দেখতে –
পাহাড় যেরকম কঠিন
ঠিক সেরকম সরল,
এখানে লেখা আছে
সমুদ্রকে দেখতে –
সমুদ্র যেরকম উগ্র
ঠিক সেরকমই মার্জিত,
এখানে লেখা আছে নীল আকাশকে দেখতে –
আকাশ যেরকম বিস্তৃত
ঠিক সেরকমই ব্যক্তিগত।
আর বুঝতে হবে মহামূল্যবান মর্মসময়।