মহর্ষি বন্দ্যোপাধ্যায়ের কবিতা

অপেক্ষা

মহর্ষি বন্দ্যোপাধ্যায়

আমি সেই বসন্তের অপেক্ষা করব, যদি বলে দাও কোন বসন্তে তুমি আসবে,
আমি কালবৈশাখীতে ভেসে যাব, যদি বল সে বৈশাখে তুমি ভালবাসবে।
যদি তুমি বল তবে একলা বসে গুনব তোমার আসার প্রহর,
বর্ষার যে দিনে ভিজবে গোটা শহর,
শরতের কোনও এক দুপুরে অপেক্ষা করতে পারি তোমার কাশফুল হাতে,
যদি তুমি তরি ভিড়াও একসাথে।

শীতের নির্জন কোনও রাতে ঘুম যদি না আসে এ দু’পলকে,
তবে তুমি এসে ধরা দিও চাঁদের আলোকে।