শুভেশ চৌধুরীর কবিতা

লক্ষ্মী

শুভেশ চৌধুরী

লক্ষ্মী বড় চঞ্চলা। কারী কারী ধন আছে তাহার। কাকে কখন যে এই ঐশ্বর্য দিবেন তাহা তিনিও জানেন না।
লক্ষ্মীপূর্ণিমাতে একটি গোল চাঁদ উঠে।
নারকেল
নারকেলের জল
চিড়ার নাড়ু
মুড়ির মোয়া
নারকেলের নাড়ু
তিলের নাড়ু সব আয়োজন করা হয়।
ছোট ছোট পায়ে হেঁটে লক্ষ্মী ঘরে আসেন
লক্ষ্মীর বাস শস্য ক্ষেত্রে
তার হাতে ধান
গম
যব
লক্ষ্মী ঘরে আসলে মনে হয় সারা বছর জুড়ে খাবার জুটবে।
ধন লক্ষ্মী মেপে মেপে দেন। কুনই হাতে