সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

খেলা

সদানন্দ সিংহ

রাজায় রাজায় কি আর সত্যি যুদ্ধ হয় ?
এখন হয় না

জননী জানেন সেটা, লঙ্কাকাণ্ডের বহুগামিতা
আর কালনেমির লঙ্কাভাগ

সময়ও এখন সুদূরপ্রসারী
শুধু ঘুঘুটা ব্যস্ত, ডেকে ডেকে ক্লান্ত

গাধা রোগে ঘোড়াক্রান্ত

মেঘে ঢাকা তারার মাঝে
এক লুকোচুরির খেলা খেলে সবাই
ইদানীং আমিও খেলি তাই