ক্রূরনীতি – সদানন্দ সিংহ

ক্রূরনীতি

সদানন্দ সিংহ

তাৎক্ষণিক কোনো ক্রিয়া-প্রতিক্রিয়ায় বা ধীরে ধীরে জারিত হয়ে আসা অনেক কিছুই জমতে জমতে সবার মনে এক পাহাড় হয়ে গড়ে উঠতে পারে। সেটা হয়তো কোনো বিস্বাদের পাহাড় বা আনন্দ-দুঃখ-কান্না অথবা ক্ষোভের পাহাড় হতে পারে। আর সৃজনশীল মানুষের কাছ থেকে একসময় সেটা চারিদিকে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে চিত্র-কবিতা-গল্প-উপন্যাস-নাটকের মাধ্যমে বা কোনো শিল্পকর্মের বা বক্তব্যের মাধ্যমে। মানবিকতাবোধ সম্পন্ন একজন সৎ সৃজনশীল মানুষের ক্ষেত্রে তাই-ই হয়, যেহেতু এইরকম মানুষের মূল্যবোধে কোনো ফাঁকিবাজি নেই। কিন্তু সবাই তো আর তা নয় ফলে অনেক লোককে দেখি ধান্দাবাজি, ধাপ্পাবাজিতে ক্রমশ অভ্যস্ত হয়ে পড়ছে। আর আছে ল্যাং মারামারি এবং রাজনীতি। এ রাজনীতি দলবাজির রাজনীতি নয় বা ক্ষমতা দখল করে মন্ত্রিত্ব লাভের উদ্দেশ্যে নয়। এ রাজনীতি হল কুমতলবের রাজনীতি। ল্যাং মারা হয় কাউকে প্রত্যক্ষভাবে ধরাশায়ী করার জন্যে। আর এই রাজনীতি হচ্ছে কাউকে কোনো সুযোগ থেকে বঞ্চিত করার জন্যে। তবে এতে সে লোকটির ক্রূরতা সবার কাছে একসময় চিহ্নিত হয়ে যায়। আর্শ্চর্য হই, এরকম ক্রূরতা কোনো কবি-লেখককে সজ্ঞানে যখন করতে দেখি। ভবিষ্যতেও এ থেকে মুক্তির উপায় আছে কিনা জানা নেই। এসব ক্রূরনীতি উপেক্ষা করে নিজের কাজ করাই এখন বুদ্ধিমানের কাজ।