দুর্দান্ত – শুভেশ চৌধুরী

দুর্দান্ত

শুভেশ চৌধুরী 

বিদ্যুৎটি চমকে উঠে আকাশে, সবাই ভাবে চমৎকার। না, বৃষ্টি হয়নি। হাড়গোড় ভেঙে গেছে অট্টালিকার। কালো ধোঁয়া উঠছে।
মন টুকরো টুকরো, শিশুর শব দেহ কোলে মাতা।
দৈনিক বলছেন, মহিলা তিনি, যুদ্ধ কিছু দেখে না জয় দেখে শুধু জয় দেখে, পরাজয় মানতে পারেনা। লেখক দেখেন গাছগুলো থেকে ফুল চুরি করে নিয়ে গেছে পেয়ারা চুরি করে নিয়ে গেছে
মালি বলে উঠেন বুঝেছো উপেন ট্রেসপাসার উইল বি প্রসিকিউটেড।
লেখক অসহায় কালো ধোঁয়ার ভিতর দেখে হাজার বছরের প্রশ্ন
অপরাধ কি শিশুর
অপরাধ কিভাবে হয় মাতার। প্রত্যেক নাগরিকের মাতাই তো হন যশোদা মেরী আমিনা।
কেঁদে কেঁদে সারা মানুষজন exodus যুগ যুগ ধরে এই চঞ্চল বিদ্যুৎরেখা, বৃষ্টি ঝরে পড়ুক ভালোবাসার, মরুভূমিতে, ফসলের প্রান্তরে, তড়িতাহত না করে।
যুদ্ধ নয় শান্তি চাই