উদয়বাবু
সদানন্দ সিংহ
উদয়পুরের উদয়বাবু,
জিরিয়ে নেয় বিশ্রামগঞ্জে।
পাত্রমিত্র সঙ্গীসাথী
মামা চাচা ভাই সঙ্গে।
তারপর এবার ঘোড়ায় চেপে
পৌঁছে গেলো চড়িলাম।
সঙ্গীসাথীরা হেঁটে হেঁটে
বলে, রাজপাট মোরাই গড়িলাম।
সিপাহিজলার সিপাহিরা
বিশালগড়ের বিশাল দুর্গে,
তামাক সেধে ক্লান্ত হয়ে
উদয়বাবুতে আস্থা রাখে।
সেকেরকোটের কোট পরে,
আমতলির আম খেয়ে,
উদয়বাবু শেষমেষে
আগরতলায় আগর খোঁজে।