ভুলে যাওয়া
সনজিৎ বণিক
এ কোনো অসুখ নয়,
নয় কোনো ইচ্ছাকৃত বিকল্প ভাবনা,
স্বার্থহীন ভুলে যাওয়াই শুধু।
নিজেকে ভাবনা বিলাস থেকে দূরে রেখে মনযমুনায় পাড়ি অন্য এক বিষয়ের ভেতর,
হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়াও নয়,
মনের ভেতর ঘরে আরো ঘর, চলে অবিরাম খেলা।
বেলা ফুরিয়ে গেলে মন যখন পাখি,
তখন উড়তে থাকে এক স্বপ্ন
খেয়াল রোজদিন।
ঐ খেয়ালের ভেতর ঘরে আরো এক খেয়াল এসে দখল করে মন,
তখনই ভুলে যাওয়া জগতের বাকি সব।
এ কোনো অসুখ নয়
এ কোনো হেলাফেলাও নয়,
চমৎকার ভুলে যেতে যেতে নিজেকে অন্য কোনো কাজে জড়িয়ে নেয়া শুধু।