ভালো আচরণের পুরস্কার (ছোটোদের গল্প)
সন্তোষ উৎসুক
শেকু, অন্নু, চারু, মুদিত আর টিঙ্গু খেলছিল। গতকাল তার পরীক্ষা শেষ হয়েছে এবং তারা ফ্রি ছিল। কেউ তাড়াতাড়ি বাড়ি যেতে চায়নি। সবাই প্রথমে একটি খেলা খেলত কিন্তু শীঘ্রই বিরক্ত হয়ে অন্য খেলা শুরু করত। লুকোচুরি খেলার সময় সবাইকে লুকিয়ে থাকতে হয়েছিল এবং টিঙ্গুকে তাদের খুঁজে বের করতে হয়েছিল। বাঁশি বাজাতেই সবাই পালিয়ে গেল আর টিঙ্গু চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। সে ভাবল সবাই নিশ্চয়ই নিজেকে আড়াল করে জোরে জোরে বলবে, ‘এবার এসো’।
কিন্তু সবার মিশ্র কণ্ঠ ছিল, ‘থাম, টিঙ্গু, থাম’।
কিন্তু টিঙ্গু বলল, ‘আমি আসছি’।
এদিকে সবাই সব জায়গায় লুকিয়ে ছিল। টিঙ্গু তাদের খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সামনে যেতেই সে পিছন ফিরে অপরিচিত একজনের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় পড়ে যায়। আগন্তুক বলল, ‘স্যরি ছেলে’। কিন্তু টিঙ্গু স্যরি বলা তো দূরের কথা, মুখ ফিরিয়ে নিল।
আগন্তুক বলল, ‘বাছা, একটা কথা শোন’, কিন্তু টিঙ্গু কথা না শুনে সামনের রাস্তায় চলে গেল।
সবাই ভালোভাবে লুকিয়ে ছিল তাই তাদের খুঁজে পাওয়া যায়নি। লোকটি আবার তার সাথে দেখা করে জিজ্ঞেস করতে লাগল, ‘বাছা, তুমি কি জানো মি. ত্রিবেদীর বাড়ি কোনটা?
— ‘আপনি নিজেই খুঁজে নিন, আমি জানি না, আমি শুধু খেলছি’ বলেই সে বন্ধুদের খুঁজতে শুরু করে।
আগন্তুক চলে গেল। খেলার দুই ইনিংস শেষ হয়েছিল। এখন শেখুকে সবাইকে খুঁজে বের করতে হবে। কাকতালীয়ভাবে লোকটি আবার এসে শেখুকে দেখে বলল, ‘বাছা, তুমি কি ত্রিবেদীজির বাড়ি চেনো?’
— ‘চাচা, আপনার কাছে তাদের ঠিকানা আছে?’ শেখু জিজ্ঞেস করল।
— ‘হ্যাঁ, কিন্তু বাড়ি পাচ্ছি না।’
— ‘চাচা, উনি কি এখানে নতুন?’
— ‘হ্যাঁ, কয়েকদিন আগে শিফট হয়েছে’, আগন্তুক বলল।
— ‘গতকাল আন্টি সন্তোষ আমার মাকে বলছিলেন যে নতুন ভাড়াটিয়া এসেছে, হয়তো তিনিই। আসুন, আমি দেখিয়ে দিচ্ছি’, শেখু বলল।
— ‘তুমি এখন খেলছ। আমাকে পথ দেখিয়ে দাও, আমি খুঁজে নেব’।
— ‘কোনো সমস্যা নেই চাচা, আমি পরে খেলব, আমার ছুটি আছে। আপনার সময় বাঁচবে, দয়া করে আসুন।
শেখু আন্নুকে বললো সে এই চাচার সাথে যাচ্ছে আর এসে খেলবে। শেকু লোকটিকে আন্টির নতুন ভাড়াটিয়ার কাছে নিয়ে গেল যে আসলে ত্রিবেদীজি। ফিরে এসে আবার খেলা শুরু করল। শেখু তাদের জানাল যে এই চাচা শীঘ্রই আসবেন এবং তাকে সবার সামনে কিছু দেবেন।
খেলতে খেলতে সবাই ক্লান্ত, এখন সবাই অপেক্ষা করতে লাগলো অপরিচিত চাচার জন্য। কিছুক্ষণ পর চাচা এলেন এবং তার ব্যাগ থেকে একটি ছোট সুন্দর প্যাকেট বের করে শেখুকে দিয়ে বললেন, ‘বাছা, এটা তোমার পুরস্কার হিসেবে নাও’।
— ‘কিসের জন্য চাচা’, শেখু জিজ্ঞেস করল।
— ‘সুন্দরভাবে কথা বলার এবং ত্রিবেদীজির বাড়িতে নিয়ে যাবার জন্যে’।
— ‘এটার কি দরকার চাচা?’শেকু বলল।
— ‘আরে খুলে দেখো’।
শেকু যখন প্যাকেট খুলে দেখল, তাতে একটা সুন্দর ছোট হলুদ রঙের গাড়ি ছিল, তখন সে বলল, ‘চাচা, আপনি আমাকে এটা দিচ্ছেন কেন, আমি এমন কিছু করিনি’।
— ‘বাছা, তুমি ভালো ব্যবহার করেছ, ভদ্রভাবে কথা বলেছিলে, এমনকি আমাকে তাদের বাড়িতেও নিয়ে গিয়েছিলে। আমি একটি গাড়ি কোম্পানির সেলসম্যান। এটি গাড়ির একটি উপহার মডেল। ত্রিবেদীজি গাড়ি কেনার জন্যে যোগাযোগ করেছিলেন এবং আজ এটি চূড়ান্ত করেছেন। আমি তোমার সাথে গিয়ে ভাগ্যবান, তাই আমি তাই এই উপহার দিচ্ছি. ধন্যবাদ ছেলে। উপহারটি কেমন লাগলো?
— ‘ধন্যবাদ চাচা, আমি এই উপহারের গাড়িটি খুব পছন্দ করেছি। আমি গাড়ি ভালোবাসি, আগেরও বেশ কয়েকটা আছে’ শেখু খুশি হয়ে বলল।
মুদিত, আন্নু, চারু এবং টিঙ্গু শেকুকে অভিনন্দন জানাল। টিঙ্গু তার ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল কেন সবার সামনে তার ভালো আচরণের জন্য শেকুকে পুরস্কৃত করা হচ্ছে।
অচেনা চাচা টিঙ্গুকে বললেন, ‘বাছা, তুমিও এমন পুরস্কার পেতে পারো, পরের বার চেষ্টা করো’।