এ কোন স্রোত – ২
শুভেশ চৌধুরী
আরেকটি ব্যাংক আজ ডুবে গেল
সমস্ত আমানতকারি এখন দেউলিয়া কেনো না ব্যাংকই আজ দেউলিয়া ঘোষণাপ্রাপ্ত হয়েছে
এ কিসের ইঙ্গিত
রাষ্ট্র তার সব দায় দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে
নাগরিকগণ এই সব প্রশ্ন করবেন
উত্তর দেবার জন্য প্রস্তুত হতে হবে
ঠিক এমন কিন্তু কথা ছিল না। বহুদিন ধরে বলা হচ্ছিল আমানত এর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক এর তার থেকে যেন সরে আসেনা কোন নির্দিষ্ট ব্যাংক। ব্যাংক ব্যবস্থার সাথে যারা জড়িত তারাই দায়ী হবেন। আমানতকারীরা নির্দোষ জনগণ
রাষ্ট্রকে অবশ্যই এই সব দায়দায়িত্ব পালন করতে হবে
জনগণের ধন-মান জনের নিরাপত্তা যদি তাহারা দিতে না পারেন রাষ্ট্রই অভিযুক্ত হবেন