সাম্রাজ্য – অজিতা চৌধুরী

সাম্রাজ্য – অজিতা চৌধুরী

সাম্রাজ্য

অজিতা চৌধুরী

নিজস্ব রাষ্ট্রের মতো সাম্রাজ্য গড়ে তুলেছি তুমি আমি আমরা সবাই।
ব্যক্তিগত ক্রিয়াকলাপ, সাংসারিক ব্যাপ্তি সব মিলিয়ে এই যে সাম্রাজ্য — আমিই সম্রাট।
এর একটি অন্য অভিমুখ আছে। যখন ব্যক্তি ছাড়িয়ে যায়, আপাত অদৃশ্য জাল বিস্তৃত হয়। সেখানে আমাদের সাম্রাজ্য ভেঙে চুরমার হয়, অসহায় দর্শকের ভূমিকায় নিজেকে আবিষ্কার করি।
এই অসহায়তার অন্য এক অভিমুখ আছে। মানব ইতিহাসে এর প্রতিক্রিয়া আমরা অবগত। ইতিহাস বিবর্তিত হয়। আমরা নতুন ইতিহাসের সাক্ষী হয়ে পড়ি।