সদানন্দ সিংহের কবিতা

সদানন্দ সিংহের কবিতা

তারপরও

সদানন্দ সিংহ

রাত হলে হাত ছুঁয়ে তুমি চলে যাও
দিনে এ কেমন দিশাহারা

অতঃপর আমি তৃণবাণে বিদ্ধ হই

তবু কলরব আর শেষ হয় না

ভেসে থাকার কৌশল শিখিনি বলে
স্বপ্ন দেখি ভেসে থাকার বারবার

আর চতুর্ভুজ দর্শন নিয়ে কথা হলে
এখন সুপ্ত চরাচর জুড়ে
তোমারই আকাশ, তোমারই বাতাস,
তোমারই সব মিডিয়া মিথ্যা অনাচার
আমার চারিদিক জুড়ে এক নিস্তব্ধ আকাশ

তারপরও এগিয়ে চলে অফুরান স্বপ্নের রীল