যুদ্ধ – শুভেশ চৌধুরী

যুদ্ধ

শুভেশ চৌধুরী

জর্জ বার্নার্ড শ এর চকলেট সোলজার এর কথা মনে হয়
হাতে বন্দুক তুলে নেবার আগে যিনি চকলেট মুখে পুরে দেন ।
এখন সার্ভিলেন্স প্রবল শক্তিশালী
প্রতিটি পায়ের কদম কে অনুসরণ করে কৃত্রিম উপগ্রহ
মানব বিষয় হল যন্ত্র
আমাদেরকে চেষ্টা করতে হয় মানবিক চিকিৎসা বিদ্যার
যেন মন বন্দুক না হয়
হিংসা না থাকে দেহ মনে
তাহলে আমরাই হয়ে উঠবো ফুল
আবাদি বা বুনো
আমাদের মনে আহ্লাদ জাগিয়া উঠবে
আমরা পরস্পর বিশ্বাস করতে পারবো আমরা ভালো বাসতে পারি
বন্দুক হাতে না তুলে ধরে চকলেট মুখে পুরে নিয়ে খেতে পারি