সুদীপ ঘোষালের কবিতা

সাফল্য

সুদীপ ঘোষাল

দুঃখগুলো মাটির ভাঁড়ে জমিয়ে রাখি
কষ্টগুলো একটা একটা করে ঝরে পড়ে শরীরের সৈকতে
ভালবেসে তুলে রাখি তাকে অনিশ্চিত দুপুরে
জমানো কষ্ট আর দুঃখ বেঁচে তৈরি করি ভাড়াটে সকাল
কিছুদিন পরে হৃদয় ব্যাঙ্ক থেকে ধার নিই দুমুঠো শান্তি
তৈরি হয় প্রেমের জাহাজবাড়ি
রুটি তরকারি খাই ভালবাসা ও কষ্টের সাজানো থালায়

নিরাশার আকাশে জেগে ওঠে ধীরে সোনার ফসল
সাফল্যের চাঁদ হাসে কুটিরে দীর্ঘ অমাবস্যার অবসানে
মাটির ভাঁড়ের সুখ এবার উপচে পড়ে আষাঢ় মাটিতে…

একতারার কান্না

সুদীপ ঘোষাল

তুমি আছো বলেই আমি আছি
অস্তিত্ববিহীন সমাজের বুকে।
শুধু কেঁদে কথা বলা।
মায়ের কাছে বসে যখন শিশুবেলার কোল
হাত কিন্তু থামে না। শুধু বিলি কাটে চুলে। মা ছাড়া অর্থহীন বড় হওয়া।
আদতে কিন্তু চিরকালই ছোট আমরা।
তাই ভুল শুধরে জীবন পাল্টাই ঘুরে বেড়াই অলিতে-গলিতে। বসন্তবৌরির ডেকে চলাই কাজ।
সামনে বাবা গণেশের বিশাল মিছিল।
ভক্তের দল পয়সা ছড়ায়, মিছিল বিন্দু হয়ে মিলিয়ে যায়।
আরো দূরে শুধু থেকে যায়, আমরণ অনেক না খেতে পাওয়া শিশু।

সকাল

সুদীপ ঘোষাল

দুদণ্ড আড্ডার বিকেলে বিফলতাগুলো ছুঁড়ে মারি
চায়ের কাপ থেকে আশার আলোয় একলব্য সাহসী সূর্য হতে পারে
বেকার বিকেলজুড়ে বাতাসের সুবাস ছেঁড়া স্মৃতির বিরহজুড়ে স্নাতক প্রেমিক
প্রহর গোণে কবি সুনীলের নীরা হয়ত এখনও প্রতীক্ষায় কবিতা লেখে
কথামালা জমিয়ে রাখে কালের গর্ভে আমিও সখি ছুঁড়ে মারি আহত বাতাস, মুক্তসকালের অপেক্ষায়, কত সবুজমনের ভিড়