বাসস্থান
সদানন্দ সিংহ
তুমি এলে
আমি খুশি হয়ে বললাম, বসো
তুমি বসলে
আমি শুদ্ধমনে বললাম, খেয়ে যেয়ো
তুমি খেলে
আমি মুক্তমনে বললাম, থেকে যাও
তুমি থেকে গেলে
বছরের পর বছর
দশকের পর দশক
তারপর একদিন তুমি বললে, থেকে যাও
হ্যাঁ থেকে যাও, কেবল তোমার খাটে
বাসস্থান
সদানন্দ সিংহ
তুমি এলে
আমি খুশি হয়ে বললাম, বসো
তুমি বসলে
আমি শুদ্ধমনে বললাম, খেয়ে যেয়ো
তুমি খেলে
আমি মুক্তমনে বললাম, থেকে যাও
তুমি থেকে গেলে
বছরের পর বছর
দশকের পর দশক
তারপর একদিন তুমি বললে, থেকে যাও
হ্যাঁ থেকে যাও, কেবল তোমার খাটে