পরশ – সুদীপ ঘোষাল

পরশ      (অনুগল্প)

সুদীপ ঘোষাল

দাদুর বাবার লাঠি। যত্ন করে তুলে রাখা আছে বাঙ্কে। কার জন্য? বৃদ্ধ আমার জন্য। কত সুখস্মৃতি জড়িয়ে লাঠির অঙ্গ প্রত্যঙ্গে। দাদামশাই লাঠি ধরে পথ চলতেন। লাঠিকে বলতেন, বাবা ভাল করে ধরে রাখিস। ফেলে দিস না এই বুড়ো বয়সে। কোমর ভেঙে যাবে তাহলে। বিশ্বস্ত লাঠি তার দায়িত্ব পালন করেছে পলে পলে। এবার তার নাতির পালা।

নাতি বয়স বাড়লেই পাবে তিনপুরুষের পরশ…