ইলাস্ট্রেশন
সদানন্দ সিংহ
হিমপরশের পরাগ জ্বেলে যে ব্যক্তি
অমানিশায় সূর্যকে আহ্বান জানায়
তাকে আমি স্বপ্ন পূজারি বলি।
আর জীবন মরুর তৃষ্ণা ঢেলে যে-জন
সামুদ্রিক আস্বাদ পেতে চায়
তাকে আমি স্বপ্ন বিলাসী বলি।
আমার চরাচরেই এখন স্বপ্ন পূজারি
ঘুরে বেড়ায়,
নোঙর ফেলে স্বপ্ন বিলাসী
ম্রিয়মাণ রোদ আর জ্যোৎস্না ঢাকা রাতে
আমি নিঃশেষ হতে হতে
টের পাই এক জমিন অক্লান্ত ক্ষেত
ফিঙের বাহার নিয়ে টিকে আছে,
যেখানে বাতাসে দোল খায় এক কচি ভোর
আর সূর্যস্নাত এক অপরূপা ইলাস্ট্রেশন